সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

সাভারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়ির চাপায় উম্মে কুলসুম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম আমিনবাজার সালেহপুর গ্রামের মৃত. আব্দুল হকের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের আমিনবাজার এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন উম্মে কুলসুম। এ সময় সামনে থেকে আসা দ্রুত গতির ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।
খবর পেয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘাতক ময়লার গাড়িটিকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাছেদ বৃদ্ধার মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন