সিডনিতে খেলছেন মিসবাহ

সবশেষ খেলা চার ইনিংসে করেছেন ২০ রান। মেলবোর্নের শেষ ইনিংসে আউট ০ রানে।
৪২ বছর পেরিয়ে যাওয়া মিসবাহ উল হক নিজের শেষ দেখে ফেলেছিলেন তাতে। দলে জায়গা আঁকড়ে রাখতে চাননি পাকিস্তানের সবচেয়ে সফল এই টেস্ট অধিনায়ক। তাই ইঙ্গিত দিয়েছিলেন সিডনি টেস্ট না খেলে অবসর নেওয়ার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক আমজাদ হোসেন অবশ্য নিশ্চিত করলেন সিডনিতে মিসবাহর খেলাটা, ‘সিডনিতে খেলবে মিসবাহ। দলের অধিনায়কও থাকছে সে। হতাশা থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিল ও। এত দিন জাতীয় দলে খেলার পর সিরিজের মাঝপথে সরে যাবে না মিসবাহ। ’
অস্ট্রেলিয়া সফর শেষে পাকিস্তানের পরের টেস্ট সিরিজ আগামী বছর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অবসর নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত নিতে তখন পর্যাপ্ত সময়ই পাবেন মিসবাহ। পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, ‘অস্ট্রেলিয়া সফর শেষে পিসিবি প্রধান শাহরিয়ার খানের সঙ্গে দেখা করবেন মিসবাহ। এরপর সিদ্ধান্ত জানাবেন নিজের ভবিষ্যতের। ’ কোচ মিকি আর্থারও কিছুদিন আগে জানিয়েছিলেন সেটাই, ‘আগামী কয়েক মাস আমরা টেস্ট খেলব না। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার ইউনিস খান ও মিসবাহ উল হক নিজেরা সিদ্ধান্ত নেবে আর কত দিন খেলতে চায় ওরা। পিসিবি বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ নেই তাদের ওপর। দুজনই পাকিস্তানের কিংবদন্তি। ’ মিসবাহর নেতৃত্বে গত বছর পাকিস্তান হেরেছে সাত টেস্ট। পিটিআই
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন