সিনেমাটিতে কাজ করব বলেই চুক্তিবদ্ধ হয়েছিলাম: পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রে পা রাখার পর থেকেই টানা সিনেমায় কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। অল্প সময়ে সর্বাধিক সংখ্যক সিনেমায় চুক্তিবদ্ধ ও অভিনয় করে ২০১৪ সালের পুরোটা জুড়ে আলোচনায় ছিলেন তিনি।
এরপর সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পেয়ে ২০১৫ সালটাও আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। নতুন বছরেও তার কাজের ব্যস্ততা আরো বেড়ে গেছে। চলতি বছরের জুলাই পর্যন্ত টানা শুটিংয়ের ডেট নেই হালের ক্রেজ পরীমনির। রাইজিংবিডিকে এমনটাই জানান চিত্রনায়িকা পরীমনি।
শুটিংয়ের ব্যস্ততার কারণে সিনেমার কাজও ছেড়ে দিতে হয়েছে পরীমনিকে। সম্প্রতি তারেক শিকদারের দাগ শিরোনামের সিনেমায় বাপ্পির বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরী। কাজের ব্যস্ততায় সিনেমাটি ছেড়ে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সিনেমাটিতে কাজ করব বলেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু আগামী জুলাই পর্যন্ত কোনো ডেট ফাঁকা নেই। এমনকি এক ঘণ্টা সমও নেই অন্য সিনেমায় কাজ করার। বেশ কয়েকটি সিনেমার কাজ চলছে। আগামী মাস থেকে নতুন সিনেমা স্বপ্নজাল এর শুটিং শুরু করব। ’
এ প্রসঙ্গে পরিচালক তারেক শিকদার বলেন, ‘সম্প্রতি দাগ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমনি। আগামী ১ ফেব্রুয়ারি শুটিং শুরু করব কিন্তু এ সময় পরীর শিডিউল নেই। তাই দাগ সিনেমায় কাজ করছেন না পরী।’
পরীমনি অকিল আহম্মেদের পরিচালনায় কত স্বপ্ন কত আশা , সাখাওয়াত হোসেনর নদীর বুকে চাঁদ, শামিমুল ইসলাম শামিম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া, শফিক হাসানের ধূমকেতু, শাহ আলম মণ্ডলের আপন মানুষসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া মালেক আফসারির নতুন সিনেমার কাজ শুরু করবেন খুব শিগগিরই। মুক্তি অপেক্ষায় আছে মন জানে না মনের ঠিকানা শিরোনামের সিনেমাটি।
পরীমনি অভিনীত সিনেমা পুড়ে যায় মন আগামী ২৯ জানুয়ারি সারা দেশে মুক্তি পাবে। অপূর্ব রানা পরিচালিত এ সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন