সিনেমার সেই শিশুরা কোথায়?
আজ শিশু দিবসে আমরা খুঁজে দেখব সেই সব শিশুদের যারা সিনেমায় নজর কেড়েছিল। এদের সামান্য উপস্থিতিই সিনেমার মোর ঘুরিয়ে দিয়েছিল। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরজন দস্তুর, ‘তারে জমিন পর’-এর দর্শিল সাফারি। এক দশক আগেও এদের নিয়ে চর্চা হত। আজ তারা কোথায়?
দর্শিল সাফারি, তারে জমিন পর: বাবা মা তার সমস্যা বুঝতে পারত না। তাকে ভর্তি করা হয়েছিল আবাসিক স্কুলে। সেখানেই পরিচয় শিক্ষক আমির খানের সঙ্গে। শিক্ষক-ছাত্রের সেই রসায়ন এতদিন পরেও সমানে আলোচিত হয়। এখন টিভি ধারাবাহিক ‘সান ইয়ার ট্রাই মার’-এ অভিনয় করছে দর্শিল।
জিমরান খান, কভি খুশি কভি গম: সিনেমায় কাজল এবং শাহরুখের ছেলে হিসেবে অভিনয় করেছিল জিবরান। একথা বললে বোধহয় ভুল হবে না বলিউডে সবচেয়ে সুন্দর শিশু মুখ জিবরানের। এখন তার বয়স ২২ বছর। একটি স্কুলে নাচের প্রশিক্ষণ দেন তিনি। এক সময় এখানেই নাচ শিখেছেন জিবরান।
প্রজান দস্তুর, কুছ কুছ হোতা হ্যায়: ‘তুসি জা রা হো? তু সি না যাও’— শুধু একটি বক্তব্য কতজনের মনে যে ঝড় তুলেছিল। পরে জুবেদা বা অন্য সিনেমাতেও দেখা মিলেছে এই মিস্টি মুখের অভিনেতার। তার ফেসবুকে দেখা যাচ্ছে এইচ আর কলেজ থেকে কমার্স অ্যান্ড ইকনমিকসে ডিগ্রি করেছেন। তবে এখনই সিনেমায় ফেরার পরিকল্পনা নেই।
সানা সাইদ, কুছ কুছ হোতা হ্যায়: রাহুল এবং অঞ্জলিকে আবার কাছাকাছি আনার কাজ করেছিল ছোট্ট সানা। পরে তাকে দেখা যায় ‘ঝলক দিখলা জা’র মঞ্চে। যা দেখে একবার শাহরুখ খান মজা করে বলেছিলেন, তাঁর সেই ছোট্ট মেয়ে কত সেক্সিই না হয়েছে।
আয়েশা কাপুর, ব্ল্যাক: শিশু চরিত্রে অভিনয় করে পুরস্কার জিতে নিয়েছিল আয়েশা। এখন তিনি চুটিয়ে সিনেমা করছেন। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে আয়েশাকে দেখা যাবে শেখর কাপুর পরিচালিত ‘পানি’ ছবিতে।
আহশাস চেন্না, কভি আলবিদা না কহে না: শাহরুখ ও প্রীতি জিন্টার ছেলের চরিত্রে অভিনয় করেছিল আহশাস। কে বলবে যে সে একটি মেয়ে। গুমরাহ, দেবন কা দেব, মহাদেবের মত টিভি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।
কিংশুক বৈদ্য, শাকা লাকা বুম বুম: সকলেরই সঞ্জুকে মনে রাখার কথা। ম্যানিক পেন্সিল দিয়ে যা ভেল্কি দেখিয়ে ছিল না। ২০১২ সালে গণ মাধ্যম নিয়ে স্নাতক হয়েছে কিংশুক। পেয়ার তুনে কেয়া কিয়াতে নিয়মিত দেখা যায় তাকে।
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন