সিনেমায় ফিরছেন ববি দেওল

বলিউডের একাধিক মেগাবাজেটের ছবি রয়েছে তার ঝুলিতে। যদিও কোন দিন সালমান, আমির বা শাহরুখ খান হওয়ার মতো সম্ভাবনা দেখাতে পারেননি, কিন্তু বলিউডে তার পায়ের তলার মাটি যথেষ্টই শক্ত ছিল। আজ তিনি বলিউড থেকে অদৃশ্য। তার ঝাঁকড়া চুল, পেশীবহুল চেহারায় মুখে এক নব্য প্রেমিকের লাজুক হাসি নিয়ে নায়িকাকে বলে ওঠা ‘সোলজার সোলজার’ ডাক আজ হারিয়ে গিয়েছে। ভারতীয় সিনেমার তরুণ প্রজন্ম ভুলতে বসেছে যে ববি দেওল নামে কোন নায়ক আজও আছে।
বলিউড থেকে তিনি যে হারিয়ে গেছেন, তা নিজেই স্বীকার করেছেন ববি। তিনি জানিয়েছেন, এই যন্ত্রণা এতটাই কঠিন যে তিনি একটা সময় কার্যত হতাশ হয়ে পড়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে না পারাটাই যে তার সিনেমাটিক কেরিয়ারের মুখ থুবড়ে পড়ার কারণ তাও জানিয়েছেন ববি। স্ত্রী তানিয়াও নাকি বলেছিলেন, এই হতাশায় ববি নিজেরই ক্ষতি করছেন। স্ত্রীর কথাও শোনেনি ববি।
সদ্য আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে ববি এক পরিচালকের নামও নিয়েছেন। যাঁকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেছেন তিনি। ববি জানিয়েছেন, ‘জব উই মেট’ সিনেমার জন্য ইমতিয়াজ আলি তাকে নায়ক নির্বাচিত করেছিলেন। সবকিছু ফাইনাল হয়েছিল। পরে তিনি নাকি শোনেন ইমতিয়াজ ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন। আর নায়ক হিসেবে কারিনার বিপরীতে শাহিদ কাপুরকে সই করিয়েছেন। ‘জব উই মেট’-এর শ্যুটিং শুরুর সময়েও কারিনা ও শাহিদ প্রেমে ভাঙন আসেনি। ফ্লপ শাহিদকে হিট ছবির মুখ দেখানোটা কারিনার কাছেও তখন বড় দায় ছিল। ইমতিয়াজ কারিনার দাবি মেনে নিয়েছিলেন। একজন পরিচালক অন্য একজন নায়কের সঙ্গে চূড়ান্ত কথা বলেও এমন কাজ কীভাবে করেন, তা ভেবে আজও মনে মনে ক্ষিপ্ত হয়ে পড়েন ববি দেওল।
বর্তমানে প্রায় ৫০ ছুঁইছুঁই বয়স ববির। চেহারায় সেই ‘ফ্ল্যামবয়েন্ট লুক’ আর নেই। দেখে এখন অনেকটাই বয়স্ক মনে হয়। হতাশা ববির নায়কোচিত চেহারাকে আরো নষ্ট করে দিয়েছে। তবুও বলিউডে কামব্যাক করতে চান ববি। স্টারডমে ফের ডুবতে না চাইলেও তার ইচ্ছা ভাল অভিনেতা হিসাবে ছাপ রেখে যাওয়া। তাই ‘পোস্টার বয়েজ’ নামে একটি ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন ববি। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে সানি দেওল এবং শ্রেয়স তালপাড়েকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন