সিনেমা বানাতে চান অমিত হাসান
চলচ্চিত্র নির্মাণ করবেন অভিনেতা অমিত হাসান। গতকাল তিনি চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির সদস্য পদ লাভ করেছেন। অভিনয়ের পাশাপাশি ভালো চলচ্চিত্র বানাতে চান অমিত। পরিপূর্ণ পরিচালক হতে হলে সহকারী থেকে আসাটাই ভালো বলে তিনি মনে করেন।
গতকাল সহকারী পরিচালক সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সহকারী পরিচালক হিসেবে সদস্য পদ লাভ করেন অভিনেতা অমিত হাসান। গত মাসে সমিতির সদস্য পদ লাভের জন্য আবেদন করেছিলেন তিনি।
অমিত হাসান বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই অনেক আগে থেকেই। কিন্তু অভিনয়ের চাপে এখনো শুরু করা হয়নি। এবার হয়তো শুরু করতে পারব। কিছু কাজ এগিয়ে নিচ্ছি, তার আগে সহকারী পরিচালক হিসেবে কাজগুলোকে নিজের আয়ত্তে এনে শুরু করব।’
অমিত আরো বলেন, ‘আমি মনে করি যারা চলচ্চিত্রে কাজ করবেন, তাঁরা সহকারী পরিচালক সমিতির সদস্য পদ নেওয়া উচিত। যাঁরা চলচ্চিত্রের ওপর পড়ড়াশোনা করে চলচ্চিত্রে আসছেন, আমি তাঁদেরও বলব এই সমিতিতে এসে তারপর পরিচালক সমিতিতে যেতে। চলচ্চিত্র বিশাল একটি মাধ্যম, এখানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার আছে। শুধু চোখের দেখা আর অনুমান দিয়ে চলচ্চিত্র নির্মাণ মানসম্পন্ন হবে না।’
সহকারী পরিচালক সমিতির সভাপতি এস আই ফারুক বলেন, ‘অমিত হাসান দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র কাজ করছেন। তিনি চলচ্চিত্র নির্মাণ করতে চান, বিষয়টিকে আমরা স্বাগত জানাই। গতকাল সমিতির মিটিংয়ে আমরা ওনাকে সদস্য পদ দিয়েছি। আশা করি তিনি ভালো অভিনয়ের পাশাপাশি ভালো চলচ্চিত্র দিয়ে বাংলাদেশের হলবিমুখ দর্শক কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারবেন। সহকারী পরিচালক সমিতির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতায় আমরা পাশে আছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন