সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল ) দ্বিতীয় বাংলাদেশী হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গত মাসে অনুষ্ঠিত হয় সিপিএলের খেলোয়াড়দের নিলাম। সেখানে সাকিব আল হাসান ছাড়া নিলামে বাংলাদেশের আর কাউকে দলে টানেনি লিগের কোন ফ্র্যাঞ্চাইজি।
তবে গতকাল মিরাজকে দলে ভিড়িয়েছে সিপিএলের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ান তারকা ব্রাড হগের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে।
নিলামে ব্রাড হগকে দলে ভিড়িয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার জানিয়েছেন সিপিএলের আসন্ন আসরে তিনি খেলতে পারবেন না। সে কারণেই তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে ত্রিনবাগো। নিলামে ৪ হাজার ডলারে হগকে নিয়েছিল ত্রিনবাগো। সেই একই পরিমাণ ডলারে মিরাজকেও তারা দলে ভিড়িয়েছে।
বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এ পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তার। এর আগে দুই বছর তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক টেস্ট সিরিজে বল হাতে ১৯ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মিরাজ। তার অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ দল টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে জয় পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন