সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিভিতে লেখার জন্য যে ৯টি দক্ষতা আপানার দরকার

নতুন চাকরি খুঁজে বের করাটা একটু কঠিনই বটে। বর্তমান চাকরির পাশাপাশি নতুন চাকরির জন্য কভার লেটার লেখা এবং ইন্টারভিউ দেওয়াটা একটু কঠিনই বটে। আর প্রচুর সংখ্যক আগ্রহী চাকরিপ্রার্থীদেরকে টপকে কর্মে নিয়োগের জন্য নির্বাচিত হওয়াটাও সহজ কোনো কাজ নয়।

সিভিটি হতে হবে সহজপাঠ্য। এবং ছাপার ভুল মুক্ত। আর কাজ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিবরণের পাশাপাশি সবশেষে বাড়তি কিছু দক্ষতারও উল্লেখ করুন। বাড়তি দক্ষতাগুলোই শীর্ষ যোগ্য প্রার্থী হিসেবে আপনার বাজার দর বাড়াবে। যা আপনাকে একই চাকরিতে আবেদনকারী আর সকল প্রার্থী থেকে আলাদা করে শনাক্ত করার ব্যাপারেও সহায়তা করবে।

এই বাড়তি দক্ষতাগুলো হলো:

১. অ্যাডোব ফটোশপ
ফটো এডিটিং বা গ্রাফিক ডিজাইনের মতো সৃজনশীল ক্যারিয়ার গড়তে চাইলে ফটোশপের মৌলিক জ্ঞান থাকা জরুরি। ফটোশপ শেখার কোর্সে মোট ৮৮ লেকচারে ছবি আরো ধারালো করা থেকে শুরু করে লেয়ারিং কৌশল সবই আপনাকে শেখানো হবে।

২. মাইক্রোসফট এক্সেল
যারা অর্থায়ন সংক্রান্ত কাজ করেন তারা তাদের দিনের বেশিরভাগ সময়ই মাইক্রোসফট এক্সেলে স্প্রেডশিটে তথ্য প্রবেশ এবং বিশ্লেষণে ব্যয় করেন। সুতরাং প্রোগ্রামটির খুটিনাটি জানা থাকতে হবে।

৩. বিদেশি ভাষা জ্ঞান
নুতন কোনো ভাষা শেখা সহজ কাজ নয়। এতে মস্তিষ্ককে পুনর্গঠন করতে হয়। কিন্তু একটি বিদেশি ভাষা শেখার উপকারিতা সকলেই জানেন। যারা একাধিক ভাষা জানেন তাদের স্মৃতি শক্তি প্রখর হয় এবং এরা একসঙ্গে বহুমুখি কাজেও পারদর্শী হন। বিশেষ কিছু চাকরিতে শুধু তাদেরই বেশি চাহিদা থাকে।

৪. ওয়েব ডেভেলপমেন্ট
ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে নানা চাকরিতেই কাজে লাগে। এমনকি প্রযুক্তি ভিত্তিক চাকরি ছাড়াও অনেক চাকরি আছে যেগুলোতে ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে বেশ কাজে লাগে।

৫. ওয়ার্ড প্রেস
যারা কোনো ওয়েবাসাইটে কাজ করেন তাদের সকলেরই এটা জানা থাকা উচিত কী করে কোনো ওয়েবসাইটের পেছন দিকটা কাজ করে। এজন্য ওয়ার্ড প্রেস এ কাজের দক্ষতা থাকা জরুরি।

৬. গণভাষণ
আপনি যে শিল্পেই কাজ করেন না কেন একটি বিষয় নিশ্চিত। আর তা হলো, কর্মজীবনের কোনো কোনো না সময়ে সামনে বিশাল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আপনাকে কথা বলতে হবেই। অনেকেই প্রাকৃতিকভাবেই গণভাষণ দানে বেশ পটু হয়ে থাকেন। কিন্তু অন্যরা তেমনটা নন। আপনি যদি দ্বিতীয় দলের হয়ে থাকেন তাহলে জনসম্মুখে ভাষণ দিতে গিয়ে কীভাবে শান্ত, স্থির এবং গুছানো থাকতে হয় তার প্রশিক্ষণ নিন।

৭. এসইও
যাদের চাকরির সাফল্য পরিমাপ করা হয় ক্লিক, লাইক এবং শেয়ারের ভিত্তিতে তাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ জানা থাকাটা জরুরি।

৮. গুগল অ্যানালিটিকস
এসইও শেখার পর গুগল অ্যানালিটকস কোর্সও করুন। এসইওর মাধ্যমে আপনার নিবন্ধের প্রচার প্রসারের পর এ থেকে আসা ফলাফল রেকর্ড ও বিশ্লেশষণ করার জন্য একটি পদ্ধতি দরকার হবে। আর এ ক্ষেত্রে গুগল অ্যানালিটিকসই সবচেয়ে কার্যকর ভরসা।

৯. পণ্য ব্যবস্থাপনা
নতুন ধারণার উদ্ভাবন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে তা উপস্থাপন করাটা একটু কঠিনই বটে। নতুন কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং টিমে কাজ করতে গেলে পণ্য ব্যবস্থাপনার জ্ঞান থাকাটা বিশেষভাবেই জরুরি।

সূত্র: বিজনেস ইনসাইডার

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকে নিয়োগঃ ১৬৬৩ পদে চাকুরী

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকের মধ্যে সাতটি ব্যাংক একযোগে নিয়োগবিস্তারিত পড়ুন

বিভিন্ন পদে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

শূন্য পদে জনবল নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এডুকেশনবিস্তারিত পড়ুন

রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে প্রাণ-আরএফএল।

প্রাণ-আরএফএল গ্রুপ রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে। যোগ্যতা :বিস্তারিত পড়ুন

  • ক্যাডেট কলেজে প্রভাষক পদে ১৯ জন নিয়োগ
  • ‘সেলস এক্সিকিউটিভ- আউটলেট’ পদে নিয়োগ দেওয়া হচ্ছে প্রাণ গ্রপ
  • কানাডায় সাংবাদিক; অভিনয়, মডেল ও সংগীত শিল্পী; প্রযোজক, পরিচালক ও খেলোয়াড়দের দারুন সুযোগ!
  • বিনা অভিজ্ঞতায় আবুল খায়ের গ্রুপে চাকরি
  • মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি
  • এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি
  • অষ্টম শ্রেণি পাসেই ২০০ জন নিয়োগ দিচ্ছে বিআরটিসি
  • ৫৭৫ জন নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি
  • একাধিক পদে কোস্টগার্ড বাহিনীতে জনবল নিয়োগ
  • উচ্চ মাধ্যমিক পাসেই সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন প্রক্রিয়া জেনে নিন-
  • নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে অবরোধ
  • বাংলালিংককে চাকরি