সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিম নিবন্ধন : শেষ মুহূর্তে ইসির উদ্যোগ

আর মাত্র তিনদিন। এ সময়ের মধ্যেই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করতে হবে। অথচ বহু মানুষের কাছে নিবন্ধনের জন্য অপরিহার্য দলিল জাতীয় পরিচয়পত্র নেই। আবার পরিচয়পত্র আছে, কিন্তু মেলানো যাচ্ছে না আঙ্গুলের ছাপ।

এসব সমস্যা সমাধানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যাদের আঙ্গুলের ছাপে সমস্যা আছে, তাদের জন্য ঢাকার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ছাড়াও উপজেলা ও জেলা নির্বাচন কার্যালয়ে হালনাগাদের বিশেষ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন।

আজ বুধবার মাঠ পর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোতে এ সংক্রান্ত সেবা দ্রুত প্রদানে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী শনিবার সিম পুনর্নিবন্ধনের শেষ সময়। কমিশনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যস্ততা থাকলেও আদালতের নির্দেশের বাধ্যবাধকতার কারণে আঙ্গুলের ছাপ হালনাগাদের বিষয়টি গুরুত্ব দিয়ে হালনাগাদ করতে হবে। এ জন্য প্রতিটি জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। যাদের আঙ্গুলের ছাপে সমস্যা রয়েছে তারা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে হালনাগাদ করে সিম নিবন্ধন করতে পারবেন।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, উপজেলা নির্বাচন কার্যালয়েও ৩০ এপ্রিল পর্যন্ত সিম নিবন্ধনের কাজ চলবে।

সিম নিবন্ধন কাজে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহ পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখেরও বেশি গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছে। ৬২ লাখেরও বেশি গ্রাহকের আঙ্গুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মেলেনি। যাদের আঙ্গুলের ছাপ মিলেনি তাদের নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত আড়াই বছরে যারা ভোটার হয়েছেন, তাঁদের হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। ফলে সিম নিবন্ধনে তাঁরাও বিপাকে পড়েছেন।

মোবাইল ফোন অপারেটরদের এক এজেন্ট বলেন, ‘এনআইডি ছাড়া অন্য কোনো কাগজে আমরা নিবন্ধন করাচ্ছি না। আমাদের কাছে দেওয়া বায়োমেট্রিক মেশিনে এনআইডির তথ্য নেওয়া ছাড়া কোনো অপশন রাখা হয়নি।’

এ ব্যাপারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মুহাম্মদ মুসা বলেন, ‘কিছু কিছু মানুষের আঙ্গুলের ছাপের সমস্যা হচ্ছে। আমরা তাদের আঙ্গুলের ছাপ হালনাগাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। বায়োমেট্রিক সিম পুনর্নিবন্ধনের কার্যক্রম শুরুর পর থেকেই আঙ্গুলের ছাপ হালনাগাদের সুযোগ দেওয়া হয়েছে। এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আঙ্গুলের ছাপ দিয়ে আসতে পারবে, তা বাস্তবায়নের নির্দেশনাও রয়েছে।’

গত ১০ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, গত বছর ডিসেম্বরে শুরু হওয়ার পর এ পর্যন্ত পাঁচ কোটি ৪৫ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত হয়েছে। যা মোট সিমের ৪২ শতাংশের মতো। অবশ্য মোট সিমের মধ্যে আট কোটি বর্তমানে সক্রিয় বলে অপারেটরদের ধারণা।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে