সিরাজগঞ্জের ফল ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
সিরাজগঞ্জের কাজিপুরে এক ফল ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত মজনু শেখ (৪০) কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজনু মেঘাই বাজারে ফল বিক্রি করতেন। মঙ্গলবার দিবাগত রাতে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার যমুনা নদীর মাইজবাড়ী চরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে থানায় লাশ দেখে তার স্বজনেরা সনাক্ত করে।
কাজিপুর থানার ওসি সমীর কুমার কুন্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান শুরু করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাইজবাড়ী এলাকার জামাল নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন