সিরাজগঞ্জের বাগবাটি ফুলকোচা কালিমন্দিরের দুটি প্রতিমা ভাংচুর
প্রতিবাদের একদিন পরেই সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটির ফুলকোচা কুন্ডুবাড়ি কালিমন্দিরের দুটি প্রতিমা ভাংচুর করেছে দূর্বত্তরা। শনিবার গভীর রাতে ফুলকোচা গ্রামে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজং চাম্বু গং জানান, রাতের কোনও এক সময়ে দূর্বত্তরা ফুলকোচা কুন্ডুবাড়ি কালিমন্দিরের দুটি প্রতিমার মাথা কেটে নিয়ে যায়। রোববার সকালে স্থানীরা মাথা কাটা প্রতিমা দেখে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ফুলকোচা কুন্ডু বাড়ি কালি মন্দিরের সাধারণ সম্পাদক প্রভাষ কুন্ডু জানান, দীর্ঘদিন সম্প্রীতির সাথে এই এলাকায় তারা বসবাস করলেও বর্তমানের চলমান ঘটনা নিয়ে তারা শংকিত। নিজেদের নিরাপত্তার দাবি করে তিনি বলেন এ ব্যাপারে প্রশাসন আন্তরিক হয়ে দ্রুত দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসবে। এ সময় জেলার জেলা পুজা উদযাপন পরিষদের নেতারাও দোষীদের শাস্তির দাবি করেন।
এদিকে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন. উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রাশাসক বলেন এ আঞ্চলে আরো ১২টি মন্দির রয়েছে সকল মন্দিরে নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ মোতায়ন করার ব্যাবস্থা নেওয়া হবে। আর এব্যারে মামলা দায়ের করে অভিযুক্তদের দূত আইনের আওয়াতায় আনা হবে। এসময় সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন জেলা পুজা উদযাপন পরিষদের নেতা, স্থনীয় মন্দির কমিটি ও এলাকাবাসীর সাথে এঘটনার বিষয়ে আলোচনা করে বলেন, সারা দেশে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির জন্য স্বাধীনতা বিরোধী শক্তি এধরনের কাজে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
চএদিকে এঘটনার প্রেক্ষিতে বিকালে জেলা প্রসাশক কার্যলয়ে জেলা পুজা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের আলোচনার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন