সিরাজগঞ্জে ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা ..!
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মনিরুল ইসলাম ওরফে কালা মনি (৩২) নামে এক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চক বয়ড়ায় এ ঘটনা ঘটে। এ সময় তার ভাতিজা রাসেলকেও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। নিহত ইউপি সদস্য মনিরুল ইসলাম ওরফে কালামনি বেলকুচি উপজেলার রাজাপুর ইউপির বয়ড়া মাসুম গ্রামের হাজী আজিজুলের ছেলে ও রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক।
সদর থানার উপ-পরিদর্শক আলী জাহান জানান, রাত ১০টার দিকে রান্ধুনী বাড়ী থেকে ভাতিজাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বয়ড়া মাসুম নিজ বাড়ীতে ফিরছিল ইউপি সদস্য মনিরুল ইসলাম। পথের মধ্যেচকবয়ড়া এলাকায় পৌছলে অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে গুলি চালায়। এ সময় অন্ধকারের মধ্যে দুজন দুদিকে দৌড় দেয়। এরপর সন্ত্রাসীরা ইউপি সদস্যদের পিছু নিয়ে প্রায় কোয়াটার কিলোমিটার দুরে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে। ইউপি সদস্য মনিরুলকে একাধিকবার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে পৌছে ভোরের দিকে লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় তার ভাতিজা রাসেল গুরুত্বর আহত হয়।
তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের দুটি গুলির চিহ্ন রয়েছে বলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ড. ফয়সাল জানিয়েছেন। তবে কি কারণে ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন