সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে গৃহবধূ নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সতীনের বাবা-ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে হেলেনা পারভীন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের শায়েস্তাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলেনা খাতুন একই গ্রামের ইলিম প্রামানিকের মেয়ে ও কোরবান আলীর স্ত্রী।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, শায়েস্তাবাদ গ্রামের কোরবান আলী প্রথম স্ত্রী থাকা অবস্থায় একই গ্রামের মোজাহার আলীর মেয়ে মলিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের সময় মোজাহার আলী তার মেয়ের জামাইকে এক বিঘা জমি লিখে দেন। কিন্তু প্রথম বউকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী মলিনা খাতুন বাবা মোজাহার আলীর বাড়িতে থাকতেন।
এ অবস্থায় ওই এক বিঘা জমি দখল নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে দ্বন্দ চলছিল। জমিতে আদালত থেকে ১৪৪ ধারা জারিও ছিল। একপর্যায়ে আজ শনিবার ভোররাতে শ্বশুর মোজাহার আলীসহ তার ছেলেরা জামাই কোরবান আলীর ওপর হামলা চালিয়ে ফলা দিয়ে আঘাত করেন। এ সময় কোরবান আলীর প্রথম স্ত্রী হেলেনা পারভীন বাধা দিলে ফলাটি ঢুকে যায় তার পাজরে। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান হেলেনা। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা শাহজাদপুর থানায় মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন