সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত; উদ্ধার কাজ চলছে
গত তিন সপ্তাহ আগে নির্মিত সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে লুপ লাইনে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী লোকাল ট্রেনের যাত্রা বাতিল সহ ঈশ্বরদীগামী দুই শতাধিক যাত্রী পড়েছে বিপাকে।
আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে লোকাল ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে পৌছে। যাত্রী নামার পরই সদ্য নির্মিত লুপ লাইনে ইঞ্জিনটি ঘুরানোর সময় ইঞ্জিনটি ক্রসিং পয়েন্ট থেকে ফেরার সময় লাইনচ্যুত হয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়েন্টম্যান পয়েন্ট ঠিক না করায় ইঞ্জিনটি অন্য লাইনে ঢুকে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আরও জানা গেছে, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও তিনি জানান।
ট্রেনের চালক খলিলুর রহমান জানান, ক্রসিং পয়েন্টের ত্রুটিও লাইনের অংশে পাথরের জায়গায় ফাকা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন