সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বাসের চালকসহ আহত হয়েছেন অন্তত দুই বাসের ২০ জন যাত্রী। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ষোলমাইলের দাতিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের ও নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, শাহজাদপুর ট্রাভেলসের একটি গাড়ি ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল। গাড়িটি ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ষোলমাইলের দাতিয়া এলাকায় পৌঁছালে বগুড়া থেকে পাবনাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়া থেকে আসা গাড়ির চালক নিহত হন। এ ঘটনায় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন