সিরাজগঞ্জে নিজ বাড়িতে বৃদ্ধাকে হত্যা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ফাতেমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার যমুনা নদীর নাটুয়ারপাড়া চরের রেহাইশুড়িবেড় গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আবদুস সামাদ ও পুত্রবধূকে আটক করা হয়েছে।
নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে কাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, আজ সকালে স্থানীয়রা নিজ ঘরে ফাতেমা বেগমের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, আজ ভোরে কোনো একসময় বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ও পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন