নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে
যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের পাঁচ উপজেলার চরাঞ্চলের ২৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, যুমনায় পানিবৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। অপরদিকে, পানিবৃদ্ধির সঙ্গে সঙ্গে চৌহালী উপজেলার এনায়েতপুরে নদী ভাঙন শুরু হয়েছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, বন্যাদুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। ইতিমধ্যে শাহজাদপুরে পাঁচ মেট্রিকটন চাল ও ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কাজিপুরে ১০ মেট্রিকটন চাল ও এক লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বন্যাকবলিত উপজেলাগুলোতেও ত্রাণ সহায়তা দেওয়া হবে।
বন্যাকবলিত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বরাত দিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর এবং চৌহালী উপজেলায় ২৮টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের অন্তত চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া, ৬৮২টি বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বন্যার্তদের ১৩৯টি কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। পাঁচটি উপজেলায় ৬৫ মেট্রিকটন চাল এবং তিন লাখ নগদ টাকা সাহায্য দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন