সিরাজগঞ্জে লরির ধাক্কায় পুলিশ নিহত
সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় দায়িত্বরত অবস্থায় লরির ধাক্কায় জহুরুল ইসলাম (৪৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম (কনস্টেবল নং-৩২০) বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কঙ্কন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, কনস্টেবল জহুরুল ইসলাম সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে চেকপোস্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাজশাহী থেকে চট্টগ্রামগামী একটি লরি (চট্ট মেট্রো-৮১-০৩৭২) পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় সে গুরুত্বর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় লরিটি জব্দ ও হেলপার রোমানকে (১৮) আটক করা হলেও পালিয়ে যায় চালক।
এদিকে এ ঘটনায় সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। নিহত জহুরুল ইসলাম প্রায় ২৭ বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, সেতুর পশ্চিম থানায় এ বিষয়ে মামলা হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে তার নিজ গ্রামে পাঠানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন