সিরাজগঞ্জে সালিশি বৈঠকে মৎস্যচাষী খুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউপির ছোট পওতা গ্রামে সালিশি বৈঠকে প্রতিপক্ষের লাঠির আঘাতে আক্কাস আলী (৫০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত আক্কাস আলী ওই ইউপির তেঁতুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম জানান, নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বাড়্যা পুকুরের সুফলভোগীদের ইজারার সামান্য টাকা নিয়ে হারেজ আলীর সঙ্গে আক্কাস আলীর দ্বন্দ্ব চলছিল। ছোটপওতা গ্রামের আফজাল হোসেনের ছেলে হারেজ সম্পর্কে তেঁতুলিয়া গ্রামের আক্কাস আলীর বেয়াই।
তাদের এ দ্বন্দ্ব নিয়ে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সালিশের শেষ পর্যায়ে হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে হারেজ আলী লাঠি দিয়ে আক্কাস আলীর মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে তাড়াশ পরে বগুড়া নেওয়ার পথে দুপুরের দিকে আক্কাস আলী মারা যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন