সিরাজগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র, সদর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক ও গোলাম কিবরিয়ার চাচাতো ভাই সাংবাদিক মান্না রায়হান জানান, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা খারাপ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। দীর্ঘ একমাস ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৬৯-এর গণঅভ্যুত্থান ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে সিরাজগঞ্জ সদর আসনসহ সিরাজগঞ্জ জেলার সব আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে আজীবন আওয়ামী লীগের পতাকাতলে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছেন। জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ নেতা সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। গত বছর ৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন