সিরিজের প্রথম টসটি হারলেন মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশকে ব্যাটিংয়ে
সিরিজের প্রথম টসটি হারলেন মাশরাফি বিন মুর্তজা। এলটন চিগুম্বুরা জিতলেন টস। আর স্বাগতিক বাংলাদেশকে দিবারাত্রির ম্যাচটিতে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত জানালেন তিনি। বাংলাদেশ-জিম্বাবুয়ে ৩ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেটা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুপুর ১টায়।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাফল্য আছে। গত বছর নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজি জিতেছিল টাইগাররা। এর পর বিশ্বকাপে সাফল্য পেয়েছে বাংলাদেশ। তারপর দেশের মাটিতে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
মাশরাফি বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে এবারের সিরিজটা সহজ হবে না। তবে প্রতিপক্ষের বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না তার দল। আর জিম্বাবুয়ে দেশের মাটিতে আফগানিস্তানের মতো দলের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে। তাদের প্রমাণের দায় অনেক কিছুরই। মাশরাফির বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জিতেছে তারা। চিগুম্বুরা বলেছেন, তাদের আত্মবিশ্বাসে কাজে দেবে ওই প্রস্তুতি ম্যাচের জয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন