রবিবার, জুলাই ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সিরিজ এখনো হাতছাড়া হয়ে যায়নি’

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৪৫ রানের বড় ব্যবধানে হারলেও এখনো আশা ছেড়ে দিচ্ছে না জিম্বাবুয়ে। যথাযথ পরিকল্পনা অনুযায়ী ভাল খেলতে পারলে সিরিজ জেতাও সম্ভব বলে মনে করছেন দলপতি এল্টন চিগুম্বুরা।

শনিবার রাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চিগুম্বুরা বলেছেন, ‘আমরা এখানে জিততে এসেছি। আজ (শনিবার) হেরেছি। তবে সিরিজ জয়ের সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায়নি। সিরিজে সমতা আনতে হলে আমাদের অবশ্যই আরো ভালো খেলতে হবে। পরবর্তী ম্যাচে আমরা এমনভাবে পরিকল্পনা করব, যাতে খেলায় জয় নিশ্চিত করতে পারি।’

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ২৭৩ রানের বড় স্কোর দাঁড় করিয়েছিল। এরপরও ফিল্ডিংয়ের সময় দলের পারফরম্যান্স যথার্থই ছিল বলে মনে করছেন চিগুম্বুরা। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি ফিল্ডিংয়ের সময় আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। শেষ কয়েক ওভারে একটু বেশি রান দিয়ে ফেলেছি। যা চেয়েছিলাম এর চেয়ে আমরা ১৫/২০ রান বেশি দিয়ে ফেলেছিলাম। তবে মুশফিকের আউটের পর আমরা আবার ঠিক পথে ফিরে আসি। শেষ দুই ওভারে বাড়তি রান দেওয়া সত্বেও আমি এখনো মনে করি এই স্কোর চেজ করার মতো।’

ব্যাট হাতে ৫১ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন চিগম্বুরা। কিন্তু জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের মাইলফলক ছুঁয়ে ম্যাচের অন্যতম নায়ক সাকিব আল হাসান। তবে প্রতিপক্ষ অধিনায়ক এক্ষেত্রে সাকিবের কৃতিত্বের চেয়ে তার দলের ব্যর্থতাটাই বেশি করে দেখলেন। চিগম্বুরা বলেছেন, ‘সাকিব ৫ উইকেট পেয়েছে। তার বল খুব একটা টার্ন করছিল না বা আমাদের জন্য তেমন কোনো হুমকিও ছিল না। বলগুলো লুজ ধরনের ছিল। আমরা আরেকটু কৌশলী হলে আরো ভাল হতো। আমরা তাকে উইকেট বিলিয়ে দিয়েছি। সে খুব অভিজ্ঞ বোলার। তাই সে উইকেটকে ভালভাবে ব্যবহার করেছে। আমি নিশ্চিত আজ যেভাবে খেলেছে আমাদের ছেলেরা এর চেয়ে ভাল খেলতে সক্ষম।’

মূলত বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাসটাই স্বাভাবিক খেলায় সহায়ক ‍ভুমিকা রেখেছে বলে অভিমত চিগুম্বুরার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ইতিবাচক বিষয় হল, দলের সবাই বিশ্বাস করে যে তারা ভাল একটা পর্যায়ে রয়েছে। তাদের আত্মবিশ্বাসের পারদটাও এখন অনেক উপরে। সে অনুযায়ী স্বাভাবিক খেলাটা তারা খেলেছে। দলের জন্য সুযোগগুলো তারা কাজে লাগিয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে তারা ঘুরে দাঁড়িয়েছে। আমরা ৩০-এর মতো ওভার মোকাবেলা করেছি। আমাদের এখনো অনেক কাজ করতে হবে। আমাদের এখন নিজেদের পরিকল্পনার ব্যাপারে কঠোর হতে হবে। আজ যেভাবে খেলেছি তার চেয়ে ভাল খেলতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!