সিরিজ জিতেই উল্লাস করতে চায় আফগানিস্তান
প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও হেরেছিল আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ে দারুণ এক জয় পেয়েছে অতিথি দলটি। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটি টেস্ট খেলুড়ে দলকে হারানোর পরও খুব একটা আনন্দ-উল্লাস করেনি আইসিসির সহযোগী সদস্য দেশটি।
মাশরাফিদের বিপক্ষে এই ম্যাচে আফগানিস্তান জিতেছে দুই উইকেটে। বাংলাদেশের করা ২০৮ রানের জবাবে আট উইকেট হারিয়ে তারা জয়ের লক্ষে পৌঁছে যায়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘আমরা এখানে সিরিজ জেতার জন্য এসেছি। সিরিজ জয়ের পরই উল্লাস করব।’
এর আগে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান দারুণ খেলে হেরেছিল। সে ম্যাচে বাংলাদেশ কোনোমতে ৭ রানে জয় তুলে নেয়।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী শনিবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজ জয়ের উল্লাস করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন