মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সিরিজ জয়ের অপেক্ষা টাইগাররা

পরীক্ষা-নিরীক্ষার সিরিজে যাচাই-বাছাই অনেকই হয়েছে। এবার বাংলাদেশের সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। সেই লক্ষ্য নিয়েই শুক্রবার সিরিজের শেষ ও চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হতে যাচ্ছে মাশরাফি বাহিনী। এই সিরিজ জিততে পারলে সীমিত ওভারের ক্রিকেটে টানা পাঁচটি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি ম্যাচ জিতেই সিরিজ জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার মাত্রা একটু বেশিই হয়ে যাওয়ায় ৩১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফি-সাকিবদের। তবে অভিষিক্ত চার ক্রিকেটারের ভালো নৈপুণ্য আগামী দিনে আরও ভালো করার আশাও জাগিয়েছে। বল হাতে উইকেট পেয়েছেন আবু হায়দার ও মোহাম্মদ শহীদ। প্রথম ম্যাচ হিসেবে মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলীও ব্যাট হাতে ভালো করেছেন।

তবে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের সমর্থকদের দৃষ্টি থাকবে সাব্বির রহমানের দিকে। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান প্রথম দুই ম্যাচে ৪৬ ও ৪৩ রান করার পর তৃতীয় ম্যাচে খেলেছেন ৩২ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হওয়া নুরুল হোসেনও দেখাচ্ছেন ভালো নৈপুণ্য। উইকেটরক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট হাতেও আশা জাগাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৭ রান করে অপরাজিত থাকার পর তৃতীয় ম্যাচে খেলেছেন ১৭ বলে ৩০ রানের লড়াকু ইনিংস।

তবে বল হাতে কিছুটা দুর্বলতা থেকে যেতে পারে বাংলাদেশের। আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি তৃতীয় ম্যাচেও ভালোভাবে টের পেয়েছে লাল-সবুজের দল। আবু হায়দার ও শহীদ উইকেট পেলেও ওভারপ্রতি দিয়েছেন দশের বেশি রান। সিরিজের চতুর্থ ম্যাচে হয়তো আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য দলে অন্তর্ভুক্ত করা হতে পারে আরেক তরুণ ডানহাতি পেসার তাসকিন আহমেদকে।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা একাদশ নির্বাচনের জন্য কিছুটা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে হয়তো কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু সেজন্য শেষপর্যন্ত সিরিজ জয়ের আনন্দ বিসর্জন দিতেও হয়তো কেউ রাজি হবেন না। প্রথম দুইটি ম্যাচ জেতায় সিরিজটি হারের কোনো আশঙ্কা নেই। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে না পারাও যে এখন অনেকটা হারেরই শামিল।

বাংলাদেশের ক্রিকেট যে এখন উঠে গেছে এমন উচ্চতাতেই। মাশরাফি-সাকিবরা ভক্তদের নিরাশ করবেন না- এমনই আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা