সিরিজ জয়ে আগামীকাল মাঠে নামছে সাকিব, তামিম, মুস্তাফিজ ও মাশরাফিরা
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ডাম্বুলায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে জিতলেই প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর শ্রীলংকা- টেস্ট খেলুড়ে দলের মধ্যে শুধু এ তিন দেশের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জেতার অভিজ্ঞতা নেই বাংলাদেশের।
গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ওই ম্যাচের আগে ডাম্বুলায় কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি টাইগাররা।
যেহেতু স্টেডিয়ামে জয়ের খরা কেটেছে, এবার শ্রীলংকাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ জয়ের খরাটাও নিশ্চয়ই কাটাতে চাইবেন মাশরাফি বাহিনী।
এদিকে প্রথম ওয়ানডেতে ব্যাট, বল ও ফিল্ডিংয়ে অন্যরকম এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেটবিশ্ব। শ্রীলংকার টুঁটি চেপে ধরে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।
আগে শ্রীলংকার কাছে বাংলাদেশকে যেমন অসহায় মনে হতো, প্রথম ওয়ানডেতে ঠিক উল্টো চিত্র দেখা গেছে। বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা।
এদিকে প্রথম ওয়ানডে ম্যাচে খেলা ক্রিকেটারদের দিয়েই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের স্কোয়াড গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন