সিরিজ থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস
হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগামী মঙ্গলবার বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করবে শ্রীলঙ্কা। সেদিনই জানা যাবে, কার হাতে থাকবে লঙ্কান দলের নেতৃত্ব। ধারণা করা হচ্ছে, টেস্টে রঙ্গনা হেরাথ আর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে উপুল থারাঙ্গা লঙ্কানদের নেতৃত্ব দেবেন। এ ছাড়া ইনজুরি থেকে ফিরে আসা সহ-অধিনায়ক দীনেশ চান্দিমালও ফিট রয়েছেন। তাঁকে অধিনায়ক হিসেবে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
গত বছরের অক্টোবরে জিম্বাবুয়ে সফরে চোট পান ম্যাথিউস। এর পর থেকেই টেস্টে রঙ্গনা হেরাথকে অধিনায়ক নির্বাচিত করা হয়। তবে চান্দিমালের কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতানো উপুল থারাঙ্গাও দলকে নেতৃত্ব দিতে পারেন। তাঁর অধিনায়কত্ব এরই মধ্যে সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে। টেস্টে না থাকলেও আশা করা হচ্ছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন ম্যাথিউস।
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দেশ ছেড়ে যাওয়ার কথা। এ সিরিজ সামনে রেখে গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প।
৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ১৫-১৯ মার্চ কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।
প্রথম টেস্টের আগে ২-৩ মার্চ দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন