সিরিজ বাঁচাতে মাঠে নামছে পাকিস্তান

সিরিজে টিকে থাকতে চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। সিডনিতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে বাকি দুই ওয়ানডে খেলা হয়নি আজহার আলীর। তবে ফিটনেস ফিরে পাওয়ায় চতুর্থ ওয়ানডের জন্য নিজেকে প্রস্তুত ঘোষণা করেছেন পাকিস্তানের সীমিত ওভারের এ অধিনায়ক।
আজহারের ইনজুরির পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান দলকে নেতৃত্ব দেন মোহাম্মদ হাফিজ। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ১২ বছর পর জিতে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।
অবশ্য তৃতীয় ওয়ানডেতেও জয়ের সুযোগ তৈরি করেছিল হাফিজরা। বড় সংগ্রহ করেও বাজে ফিল্ডিংয়ের কারণে ৭ উইকেটে হারে দলটি।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৯২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন