সিরিজ হামলায় রক্তাক্ত বাগদাদ, নিহত ৫৯

ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
স্থানীয় সময় সোমবার এসব হামলা হয়।
বাগদাদের সদর শহরের ব্যস্ততম একটি চত্বরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক হামলাকারী। এতে ৩৯ জন নিহত হন।
এ ছাড়া বাগদাদের অন্য স্থানে হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত হন।
হামলার দায় স্বীকার করে নিজেদের বার্তা সংস্থা আমাকে আইএস জানায়, এটি ছিল ‘শহীদি অভিযান’।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, দিনমজুর খোঁজার ভান করেছিল আত্মঘাতী হামলাকারী। তাঁর কথামতো শ্রমিকরা জড়ো হলে সে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।
বোমা হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই কিছু মৃতদেহ সরিয়ে নেয় শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুগত মিলিশিয়ারা।
ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ফুটেজ থেকে দেখা যায়, রক্তাক্ত রাস্তায় ফলমূল, শাকসবজি, দিনমজুরদের বেলচা ও কুঠারের পাশে লাশ পড়ে আছে। মৃত যাত্রীতে ভরা একটি মিনিবাসে জ্বলছে আগুন।
কয়েক সপ্তাহ ধরে বাগদাদে নতুন করে হামলা শুরু হয়েছে। গত শনিবার বাগদাদের প্রাণকেন্দ্রে একটি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করে আইএস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন