সিরিজ হারলেও বিরল রেকর্ড টাইগারদের
কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানের শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৬৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ দল। আর এর ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও হারের সম্মুখীন হতে হলো টাইগারদের।
তবে সিরিজ হার এড়াতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে একটি বিরল রেকর্ড ঠিকই গড়তে পেরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে বৃহস্পতিবার মাঠে গড়িয়েছিল সিরিজের দ্বিতীয় ম্যাচে।
নেলসনের এই ব্যাটিং সহায়ক উইকেটে কিউইদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৫১ রানে অলআউট করে দিয়েছে মাশরাফি বাহিনী। আর এরই সাথে টাইগাররা নাম লিখিয়েছে রেকর্ড বুকে। এর আগে নেলসনের মাটিতে মোট সাতটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আর এই সাত ম্যাচে মাত্র একবারই অলআউট হওয়ার ঘটনা ঘটে। ২০১৫ সালের ২০ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৬ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। এবার কিউইদের অলআউট করে দিয়ে তালিকার দ্বিতীয়তে জায়গা করে নিলো বাংলাদেশ।
নেলসনে সর্বপ্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো ২০১৪ সালে। আর এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটিও বাংলাদেশের। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল টাইগাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন