সিরিয়ায় হামলায় রাশিয়া দায়ী : যুক্তরাষ্ট্র
সিরিয়ার আলেপ্পো নগরীর উমর আল-কুরবা এলাকায় রেড ক্রিসেন্টের গাড়িবহর ও গুদামঘরে হামলার ঘটনায় রাশিয়া দায়ী বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে রুশ প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের বুধবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উমর আল-কুরবায় মানবিক সাহায্য সংস্থা সিরিয়ান আরাব রেড ক্রিসেন্টের গাড়িবহর ও গুদামে স্থানীয় সময় সোমবার রাতে হামলা চালানো হয়। এতে সংস্থাটির বহরের ৩১টি গাড়ির মধ্যে ১৮টি ভস্মীভূত হয়ে গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, আলেপ্পোয় উমর আল-কুরবা এলাকায় রেড ক্রিসেন্টের গাড়িবহর ও গুদামে হামলায় রাশিয়া দায়ী।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় সোমবারের হামলা নিয়ে সামরিক দোষ চাপানোর খেলা চললেও ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হওয়া অস্ত্রবিরতি চুক্তি টিকিয়ে রাখতে কূটনৈতিক পর্যায়ে চলছে জোর তৎপরতা।
মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার উমর আল-কুরবায় যখন হামলা চালানো হয়, তখন সুখোই এসইউ-২৪ নামে দুটি রুশ যুদ্ধবিমান ওই এলাকায় আকাশ সীমানায় অবস্থান করে। এ থেকে বোঝা যায়, ওই হামলার জন্য রাশিয়াই দায়ী।
তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে রুশ মুখপাত্র বলেন, ‘এ পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই।’
রুশ প্রশাসনের দাবি, আকাশ থেকে বোমা ফেলে নয়, বরং স্থল থেকেই এ হামলা চালোনো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন