বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়া যুদ্ধের জন্য নিজেকে দায়ী মনে হয় : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা থেকে বিদায়ের কয়েকদিন আগে শুক্রবার এক সংবাদ সম্মেলন করেছেন। সর্বশেষ এই সম্মেলনে সিরিয়ায় রাশিয়া ও ইরানের হামলা, যুদ্ধের ব্যর্থতা ও প্রেসিডেন্টের সীমিত ক্ষমতা নিয়ে কথা বলেছেন তিনি। সিরিয়া যুদ্ধ ইস্যুতে শুক্রবার ওই সংবাদ সম্মেলনে ওবামা বলেন, নিজেকে সব সময় দায়ী মনে হয়।

সদ্যনির্বাচিত রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে শপথ নেবেন। তার আগে সম্ভবত শেষ এবং দীর্ঘ সংবাদ সম্মেলনে সিরিয়ায় স্নিপারের গুলিতে শিশু হত্যা ও বিশ্বজুড়ে নৃশংস হত্যাকাণ্ডের জন্য নিজেকে অনেকটাই দায়ী বলে মনে করেন ওবামা। এসব বিষয়ে কথা বলার সময় আবেগে ভেঙে পড়েন বিদায়ী এ মার্কিন প্রেসিডেন্ট।

শান্তিতে নোবেল জয়ের মাধ্যমে ওবামার দ্বিতীয় মেয়াদের শুরু হলেও শেষ হতে চলেছে শীতল যুদ্ধের মধ্য দিয়ে। সংবাদ সম্মেলনে শুধুমাত্র আলেপ্পোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধেই নিন্দা জানাননি ওবামা বরং মার্কিন নির্বাচনে রুশ সাইবার হামলারও নিন্দা জানান তিনি। ওবামা বলেন, তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে তা বাদ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

হোয়াইট হাউসে ওবামার এই শেষ সংবাদ সম্মেলনে ভিড় ছিল চোখে পড়ার মতো। সংবাদ সম্মেলনে প্রচণ্ড ভিড়ের কারণে এক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ওবামা তার ক্ষমতার বিভিন্ন অর্জনের ফিরিস্তি তুলে ধরেন।

এ সময় বেকারত্বের হার কমানো স্বাস্থ্যসেবা ও কিউবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয় তুলে ধরে ওবামা বলেন, ২০০৯ সালে যখন তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে ক্ষমতা নেন তখনকার অবস্থা থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে তার সফলতায় ছায়া ফেলছে সিরিয়া যুদ্ধ।

তিনি বলেন, আলেপ্পো নগরীতে সিরীয় সরকার ও এর মিত্র রাশিয়া এবং ইরানের হিংস্র নিপীড়নের ভয়াবহতার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। ওবামা বলেন, আমরা বেসামরিক ও অবরুদ্ধ নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত কৌশল দেখেছি। আমরা মানবিক ত্রাণ কর্মী ও মেডিক্যাল কর্মীদের নির্বিচারে লক্ষ্যে পরিণত করতে দেখেছি। সেখানে বেসামরিক নাগরিকদের অব্যাহতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসছে। এসব কিছুই হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে।

ওবামা জোর দিয়ে বলেন, এই বর্বরতার জন্য আসাদ ও তার মিত্র ইরান এবং রাশিয়া দায়ী। এই রক্ত এবং নৃশংস হত্যার রক্ত তাদের হাতে লেগে রয়েছে। আলেপ্পোর নৃশংস ধ্বংসযজ্ঞের জন্য তিনি নৈতিক দিক থেকে নিজেকে দায়ী মনে করেন কিনা; এমন এক প্রশ্নের জবাবে বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি সব সময় নিজেকে দায়ী মনে করি। আমি নিজেকে দায়ী মনে করি; যখন স্নিপারের গুলিতে শিশুদের হত্যা করা হয়। যখন লাখ লাখঝ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তখন নিজেকে দায়ী মনে হয়।

সূত্র : দ্য গার্ডিয়ান, রয়টার্স।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ