সিরিয় বিমান হামলায় আইএস এর ৪৫০ লক্ষ্যবস্তু ধ্বংস
সিরিয়ার বিমান বাহিনী এক সপ্তাহের কম সময়ে ১১৪ দফা অভিযান চালিয়ে সন্ত্রাসীদের প্রায় সাড়ে চারশ’ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সাতটি প্রদেশে এসব বিমান অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মেইহুব।
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, চলতি মাসের ১৫ তারিখ থেকে দামেস্ক, হোমস, হামা, ইদলিব, আলেপ্পো, দেইর আজ-জোর এবং লাতাকিয়া প্রদেশে ৪৪৭টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়।
এদিকে, সিরিয়ার কয়েকটি এলাকায় স্থল অভিযানেও দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত এগিয়ে চলেছে। স্থল অভিযানে সিরিয় সেনাদলকে সহায়তা দিচ্ছে রুশ বিমান বাহিনী। দামেস্কের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে রুশ বিমান বাহিনী। রুশ বিমান অভিযানের মুখে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে বলে জানান আলী মেইহুব।
এছাড়া, হোমসের মাহিন শহরের দিকে সিরিয় বাহিনী এগিয়ে চলেছে বলে জানান তিনি। তিনি বলেন, মাহিনের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেয়ার এবং দায়েশ মুক্ত করার মধ্যদিয়ে অগ্রাভিযান অব্যাহত রয়েছে।
– রেডিও তেহরান
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন