সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা ঠেকাতে অভিনব এক প্রযুক্তির আবিষ্কার !
মানুষ যখন নিজেই নিজের মৃত্যু ঘটায়, তখন একে আত্মহত্যা বা সুইসাইড বলে। আবার কিছু মানুষ আছে, যারা নিজেকে আহত বা নিজের ক্ষতি করে। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, পূর্ব ইউরোপের দেশগুলো এবং জাপানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি (লাখে পঁচিশের ওপরে)। গত ৫০ বছরে সারা পৃথিবীতে, মূলত উন্নয়নশীল দেশগুলোতে আত্মহত্যার হার শতকরা ৬০ শতাংশ বেড়েছে।
জানা গেছে প্রতিবছর প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর মতে প্রতি বছর সারা বিশ্বে যে সব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা ত্রয়োদশতম প্রধান কারণ। কিশোর-কিশোরী আর যাদের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে, তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা নারীদের তুলনায় তিন থেকে চার গুণ।
আত্মহত্যা ঠেকাবে ফ্যান। এবার ভারতের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা ঠেকাতে অভিনব এক প্রযুক্তি নিয়ে এসেছেন ভারতের ক্রম্পটন গ্রিভস কোম্পানির অবসরপ্রাপ্ত সহকারী জেনারেল ম্যানেজার শরদ আশানি।
এরইমধ্যে রাজস্থানের কোটায় ছাত্রদের আত্মহত্যা রুখতে এ ফ্যান ব্যবহারের কথা ভাবছে কর্তৃপক্ষ। পরিসংখ্যানে দেখা যায়, গেলো ছয় বছরে কোটায় ৬০ জন শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিক্ষার্থীদের এ প্রবণতা ঠেকাতে এরইমধ্যে সেখানকার বেশ কিছু হোস্টেলে এমন ফ্যান লাগানো হয়েছে বলে জানা গেছে।
যাই হোক শরদ আশানি দাবি, আত্মহত্যাকামী ব্যক্তি দড়ি, শাড়ি, ওড়না- যে কোনো কিছু তার নির্মিত সিলিং ফ্যানের পাখায় বেঁধে ঝুলে পড়তে চেষ্টা করলেও কোনোভাবে সফল হবেন না।
এরইমধ্যে এ আবিষ্কারের ভিডিও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।
শরদ জানান, তার নির্মিত ফ্যানের কারিগরি লুকিয়ে রয়েছে এর রডে। ফ্যানটির পাখায় কোনো ভারী জিনিস ঝোলানোর চেষ্টা করলেই এর রড থেকে বেরিয়ে আসবে একটা স্প্রিং, যা ফ্যানটিকে সমতলের কাছাকাছি নামিয়ে আনবে। ফলে আত্মহত্যাকামী ব্যক্তি চাইলেও ফাঁস নেয়ার জন্য প্রয়োজনীয় উচ্চতা পাবেন না।
শরদ আরো জানান, এ প্রযুক্তির ফ্যান ফিট করার খরচও খুব সামান্য। মাত্র আড়াইশ রুপি। অথবা ঘরে লাগানো
বর্তমান ফ্যানটির রড শরদের নকশা করা রড দিয়ে বদলে দিলেও এ প্রযুক্তি কাজ করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন