সিলিকা জেলের অজানা ব্যবহার
নতুন কেনা ব্যাগ কিংবা বিভিন্ন পণ্যের মোড়কের ভিতরে বড় বড় অক্ষরে ‘ডু নট ইট’ লিখা সাদা রঙের সিলিকা জেলের ব্যাগ দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অকাজের মনে করে এটি ফেলে দেই। কিন্ত এই সাধারণ জিনিসটি যে কি অসাধারণ কাজ করতে পারে সে ব্যাপারে আমাদের কোন ধারণাই নেই।
আসলে সিলিকা জেল সিলিকন অক্সাইডে পূর্ণ একটি পদার্থ। এটি আর্দ্রতা শুকাতে ব্যবহৃত হয়। সিলিকা জেলের অজানা ব্যবহার সম্পর্কে জেনে নেয়া যাক।
ফোনের সুরক্ষায়
মোবাইল ফোন পানিতে পড়ে গেলে কিংবা বৃষ্টিতে ভিজে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে একটি বাটিতে সিলিকা জেল নিয়ে তার মধ্যে ফোনটি রাখুন। কিছুক্ষণ পর দেখা যাবে ফোনটি শুকিয়ে গেছে।
মেকআপ বিশুদ্ধ রাখতে
মেকআপ সামগ্রী বিশেষ করে পাউডার বেসড মেকআপ জমাট বাঁধার হাত থেকে রক্ষা করার জন্য মেকআপ বাক্সে সিলিকা জেলের একটি প্যাকেট রাখুন।
এছাড়া সিলিকা জেল ব্যবহারে পাউডার এবং আইশ্যাডো দীর্ঘদিন ধরে নষ্ট হয় না।
ছাতা শুকাতে
বৃষ্টি শেষ হলে ভিজা ছাতা ব্যাগে ঢুকাতে হলে ব্যাগতো ভিজে যাবেই পাশাপাশি ব্যাগে থাকা বিভিন্ন জিনিসও ভিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ছাতার কাপড়ে সিলিকা জেল রাখলে নিমেষেই এটি শুকিয়ে যাবে।
জুতার দুর্গন্ধ দূর করতে
ঘামে ভেজা জুতা থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়। তাই জুতাকে শুকনো রাখার জন্য এর ভেতর সিলিকা জেলের একটি প্যাকেট রাখলেই দুর্গন্ধ মুক্ত জুতা পাওয়া যাবে। কারণ এটি ঘামসহ বিভিন্ন তরল পদার্থ শুষে নেয়।
কাঁটা চামচ রক্ষায়
মরিচা পড়ার হাত থেকে শখের কাঁটাচামচ রক্ষার জন্য কাঁটাচামচ রাখার স্থানে সিলিকা জেলের প্যাকেট রাখতে পারেন।
ছবির অ্যালবাম রক্ষায়
বর্তমানে মোবাইল ফোনের যুগে ছবি রাখার জন্য অ্যালবামের হয়তো প্রয়োজন নাই। কিন্ত অনেকের বাসায় আগের ছবিগুলো অ্যালবামেই যত্ন করে রাখা আছে। এসব ছবির সুরক্ষায় সিলিকা জেল ব্যবহার করা যায়।
গহনা সংরক্ষণে
দাগ পড়াসহ মরিচা পড়ার হাত থেকে গহনা সংরক্ষণের জন্য গহনার বাক্সে সিলিকা জেলের প্যাকেট রাখতে পারেন।সূত্র: ইনডিপেনডেন্ট
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন