সিলেটঃ পুলিশি বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন।
সেখানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নিতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
পরে বিএনপির নেতাকর্মীরা নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে এসে ঘরোয়াভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছি। কিন্তু গণতন্ত্রবিরোধী এই সরকার পুলিশ বাহিনী দিয়ে সেটি পণ্ড করে দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন