সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর নেতা মাওলানা আব্দুল বারি ও তার সহচর শামসু গত সেপ্টেম্বর ১৮, ২০২৪ তারিখ জামিনে মুক্ত পেয়েছেন।
জঙ্গি নেতা মাওলানা আব্দুল বারি সিলেটের জামিয়া ইসলামিয়া বারকোট মাদ্রাসার প্রধান শিক্ষক। মাওলানা বারি দীর্ঘ্যদিন যাবত উগ্র ইসলামিক আদর্শ প্রচার প্রসারনার কাজ করে আসছিলেন। তিনি এবং তার সহচর শামসু মাদ্রাসার ছাত্রদের জঙ্গিবাদী আদর্শ মেনে চলার পাশাপাশি জিহাদের জন্য প্ররোচনা দিতেন। আব্দুল বারি তার আলোচনায় ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করতেন, যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাড়িয়েছিল।
৫ আগষ্ট পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিবাদী সংগঠনের নেতাদের জামিনে মুক্ত হওয়ার ঘঠনা ঘটছিল। একইভাবে জঙ্গি নেতা মাওলানা আব্দুল বারি ও তার সহচর জামিনে মুক্তি পেয়েছেন। তথ্যসূত্রে জানা যায়, মাওলানা আব্দুল বারি আফগানিস্থানের জঙ্গিবাদী সংগঠনের একজন সদস্য ছিলেন। বাংলাদেশে ফিরে এসে শিক্ষকতার পাশাপাশি আফগানিস্থানের জঙ্গি সাথীদের নানান সহযোগিতাসহ নিয়মিতভাবে যোগাযোগ রাখতেন।
জিজ্ঞাসাবাদে এলাকাবাসী জানালেন, “মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মাওলানা আব্দুল বারি সারা দেশের বিভিন্ন স্থানের জঙ্গি নেতাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ চালাতেন, মাদ্রাসা থেকে অনেক ছাত্র হঠাৎ করেই নিখোজ হয়ে যেতো, ধারনা করা হতো নিখোজ হওয়া ছাত্ররা তার নির্দেশনামতে জঙ্গি হামলায় অংশগ্রহন করত। মাওলানা আব্দুল বারি ছাত্রদের জঙ্গি প্রশিক্ষণ দিতেন। বিষয়টি মাদ্রাসার অন্য শিক্ষক মোঃ ইয়াহিয়া হামিদী ও মাওলানা শায়খুল ইসলাম প্রত্যক্ষভাবে দেখতে পান এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে দেন। অতঃপর পুলিশ মাওলানা আব্দুল বারি ও তার সহযোগীদের গ্রেপ্তার করেন।”
জানা যায়, মাওলানা আব্দুল বারিকে পুলিশে ধরিয়ে দেয়ার কারনেই দেশের সক্রিয় জঙ্গি সদস্যরা সাক্ষী মাওলানা শায়খুল ইসলামকে হত্যা করে। তবে অন্য সাক্ষী শিক্ষক মোঃ ইয়াহিয়া হামিদী কোথায় আছেন কেউ জানে না।
বর্তমান সরকারের ক্ষমতা গ্রহনের পর মুসলিম উগ্রপন্থি, জঙ্গি সংগঠন ও সন্ত্রাসীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা সংখ্যালঘু ও অন্যান্য ধর্মের মানুষের উপর আক্রমন করছে। সন্ত্রাসীরা অবাদে ঘুরে বেড়াচ্ছে। দেশের আইন শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
সমালোচকগন মনে করেন, জামিনে মুক্তি পাওয়া জঙ্গি নেতা মাওলানা আব্দুল বারি ও তার সহযোগী শামসু সাধারন ধর্মাবলম্বীদের জন্য ব্যাপক হুমকির কারন হতে পারে। বারি ও শামসুরা জঙ্গি সংগঠনকে আরো সক্রিয় করার জন্য কাজ করে যাবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে।
নিজস্ব সংবাদদাতা: মির মহি উদ্দিন, সিলেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন