সিলেটে অটোরিকশা ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষ
সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে ক্বীন ব্রিজের মুখে গাড়িতে যাত্রী ওঠানো নিয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জগন্নাথপুর উপজেলাগামী যাত্রীদের গাড়িতে ওঠানো নিয়ে অটোরিকশা ও বাসশ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশা শ্রমিকরা লাঠিসোটা নিয়ে বাসশ্রমিকদের তাড়া করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
অটোরিকশা শ্রমিকদের ধাওয়ায় প্রথমে বাসশ্রমিকরা স্থান ত্যাগ করলেও পরে কেন্দ্রীয় বাসস্টেশন থেকে জড়ো হয়ে তারাও লাঠিসোটা নিয়ে পুনরায় সেখানে এসে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে ঘটনাটি সমাধানের জন্য বৈঠক চলছে বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়নের কোষাধ্যক্ষ মানিক মিয়া। বাস টার্মিনালে ইউনিয়ন কার্যালয়ে চলমান এই বৈঠকে জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদসহ শ্রমিক নেতারা উপস্থিত রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন