সিলেটে ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি ধাওয়া
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে মিছিল নিয়ে ছাত্রদলকে ঢুকতে দেয়নি ছাত্রলীগ। এ নিয়ে ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সিলেট সরকারি কলেজে মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। পরে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে রওনা হন। মিছিলটি সরকারি কলেজ ও এমসি কলেজের মধ্যখানে আসার পর দেলোয়ার হোসেন ও হোসাইন আহমদের নেতৃত্বে এমসি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানা বলেন, “ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের সহায়তায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ”
সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী জানান, “এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদল নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিল। খবর পেয়ে কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও হোসাইন আহমদের নেতৃত্বে ক্যাম্পাসের বাইরে নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে বাধা দেন। পরে তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দেয়া হয়। “
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন