সিলেটে জামায়াতের মিছিলের চেষ্টা, পুলিশের গুলি
সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শহরতরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় মিছিল বের করার চেষ্টা করে জামায়াত। তবে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া নগরীর যান চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা রয়েছে। তবে কিছু কিছু বিপনী বিতান বন্ধ দেখা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারগাঁও বাস স্টেশন এলাকা থেকে মিছিল বের করা চেষ্টা করে জামায়াত-শিবির। এসময় পুলিশ বাধা দিলে তারা সংঘর্ষে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশ ৮রাউন্ড গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
তাছাড়া নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, তালতলা, শেখঘাট, মেডিকেল, সুবিদবাজার, টিলাগড়, শিবগঞ্জ, হুমায়ূন রশীদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নগরীর কদমতরী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে। তাছাড়া ট্রেনের সিডিউলও রয়েছে স্বাভাবিক।
এদিকে, হরতালকে কেন্দ্র করে নগরীর পত্যেকটি পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়ছে। র্যাব-পলিশের পাশাপাশি বিজিবির টহলও জোরদার করা হয়েছে।
এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, হরতালের যেকোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ সর্বোচ্ছ সতর্ক রয়েছে। সকালে কুমারগাঁও এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবির। পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন