সিলেটে ঢলের পানিতে শিশুসহ চার ও বজ্রপাতে একজনের মৃত্যু

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে বন্যার পানিতে গতকাল শনিবার দু‘শিশু সহ এক ব্যক্তি ভেসে যান। একই দিন বজ্রপাতে অপর এক শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে।
ঢলের পানিতে ভেসে গিয়ে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সেলিম মিয়ার এক বছর বয়সী কন্যা সুলতানা ও তিন বছর বয়সী তামান্না এবং একই গ্রামের ফারুক মিয়া (৫৫) নিহত হয়েছে। বজ্রপাতে নিহত হয়েছে উপজেলার বর্ণি গ্রামের আবরু মিয়ার ছেলে কামরুল ইসলাম (১৪)।
উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, শনিবার ভোর ৫টার দিকে উজান থেকে আকস্মিক পাহাড়ি ঢল নামে। ঢলের পানির তোড়ে ধলাই নদী সংলগ্ন কালাইরাগ গ্রামের সেলিম মিয়ার ঘর ভেসে গেলে তার দুই শিশু এবং একই গ্রামের ফারুক মিয়া ভেসে যান। স্থানীয় এলাকাবাসী ফারুক মিয়া ও তামান্নার লাশ উদ্ধার করতে সক্ষম হলেও সুলতানা এখনো নিখোঁজ রয়েছে।
এদিকে দক্ষিণ রণিখাই ইউনিয়নের হিংড়া হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার সকালের দিকে কামরুলের মৃত্যু হয়। বিকালের দিকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করেন। কোম্পানীগঞ্জের ইউএনও আবুল লাইছ এবং অফিসার ইনচার্জ চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন