সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের যুগিরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম আলী (৪৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ যাত্রী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সুনামগঞ্জের ষোলঘর নবী আলীর ছেলে। তিনি সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় বসবাস করতেন।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করেন। এসময় সড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের (সিলেট জ-১১-০১৩২) সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা ছাতকগামী অপর একটি বাসের (সিলেট জ-০৪-০০৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ইব্রাহিম গুরুতর আহত হয়।
পরে গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরো ১৪ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন