সিলেটে বাসা দখল করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা নগরীতে একটি বাসা দখল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও নগরীর ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ আলী হোসেন। আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর সোবহানীঘাট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকালে সোবহানীঘাটে আলী তার দলবল নিয়ে একটি বাসা দখলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় শাহপরাণ ও কোতোয়ালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শীর্ষ সন্ত্রাসী আলী হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুটি ও শাহপরাণ (র.) থানায় একটি মামলা রয়েছে।
উল্লেখ্য, আলী হোসেনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন সিলেটবাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী, অস্ত্রবাজি, দখলবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ নগরীর বাগবাড়ি, কাজলশাহ, মদিনা মার্কেট ও উপশহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা একাধিকবার মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন