সিলেটে মুখোশধারীরা কোপাল ছাত্রলীগের সেই নেতাকে
সিলেট এমসি কলেজের সামনে টিলাগড় মোড়ে গতকাল সোমবার রাতে মুখোশধারী তিন দুর্বৃত্ত জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রহমান চৌধুরী ওরফে রাজন চৌধুরীকে কুপিয়েছে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে সঙ্গে থাকা দুজন কর্মীও আহত হন। গুরুতর আহত অবস্থায় গোলাম রহমানকে আজ মঙ্গলবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৩ সালের ১৯ মে এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় এক পক্ষে গোলাম রহমানকে সশস্ত্র অবস্থায় দেখা গিয়েছিল। সশস্ত্র অবস্থায় থাকা সেই ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়। এরপর থেকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন।
গোলাম রহমানের বড় ভাই আইনজীবী গোলাম সোবহান চৌধুরী জানান, সকাল সাতটার সময় পঙ্গু হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন, তাঁর দুই পা ও হাতে সাতটি কোপ রয়েছে। কোপে ডান পায়ের হাড় ভেঙে গেছে। বাঁ হাতের দুটো আঙুলও প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, টিলাগড় মোড়ে ফুটসাল প্রতিযোগিতা দেখছিলেন গোলাম রহমান। রাত সাড়ে নয়টার দিকে সেখানে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত গোলাম রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় তাঁর সঙ্গী এহসানুল করিম মাবরুর ও তানিম আহমদও আহত হন। তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোলাম রহমানকে রাত একটার দিকে ঢাকায় পাঠানো হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল সেখানে যায়। তারা রাত প্রায় ১২টা পর্যন্ত অবস্থান করে হামলাকারী সম্পর্কে কিছু তথ্য পেয়েছে। আজ মঙ্গলবার সকালে এসব তথ্য নিয়ে হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টায় রয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন