সিলেটে রাজনের মামার রেস্টুরেন্টে হামলা, লুট
সিলেটে নির্মমভাবে খুন হওয়া শিশু শেখ সামিউল আলম রাজনের মামার ‘তকদির রেস্টুরেন্টে’ হামলা চালিয়েছে চাঁদাবাজরা।
সিলেট মহানগরীর বাগবাড়িস্থ ওই রেস্টুরেন্টে ভাঙচুর ছাড়াও ক্যাশবাক্স থেকে টাকা লুট করে নিয়ে যায় তারা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
রাজনের মামা ওমর ফারুক জানান, গতকাল সন্ধ্যায় তার রেস্টুরেন্টের সামনের ফুটপাতের এক কাপড় বিক্রেতার কাছে চাঁদা দাবি করে স্থানীয়দের কাছে ‘চাঁদাবাজ’ হিসেবে পরিচিত আজাদ মিয়া (২৪) ও কালা রমজান (২৮)। পরে এই নিয়ে ওই কাপড় বিক্রেতার সঙ্গে চাঁদাবাজদের বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় তিনি (রাজনের মামা) তার রেস্টুরেন্টের সামনে গণ্ডগোল করতে নিষেধ করেন। এতে আজাদ ও রমজান কিছু না বলে চলে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে তারা আরো কয়েকজন সহযোগী নিয়ে এসে রেস্টুরেন্টে হামলা চালায়।
ওমর ফারুক আরো জানান, চাঁদাবাজরা রেস্টুরেন্টে ভাঙচুর ছাড়াও ক্যাশ লুট করে নিয়ে গেছে।
এদিকে রেস্টুরেন্টে হামলার খবর পেয়ে নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া কোতোয়ালি থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশারফ হোসেন জানান, যে বা যারা-ই এ ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন