সিলেটে শিক্ষার্থী হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেকুজ্জামান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তিন আসামিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি এই দণ্ডাদেশ দেন। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার চান্দগ্রামের হুমায়ুন কবির, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে ফাহিম আহমদ ও জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মুকিত আল মাহমুদ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২১ জুলাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের ছালেহ আহমদ ছলকু মিয়ার ছেলে ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী খালেদুজ্জামান খালেদ ও তার খালাতো ভাই জহিরুল ইসলামকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরমধ্যে জহিরুল ৩ লাখ টাকা জোগাড় করে দেয়ার শর্তে মুক্তি পান। কিন্তু টাকা না পেয়ে অপহরণকারীরা খালেদকে হত্যা করে। ৪ দিন পর ২৫ জুলাই ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় খালেদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খালেদের বাবা বাদি হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন