সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বেলা ১১টা ৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দিনব্যাপী সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রথমে সিলেট নগরীর আম্বরখানায় দরগাহ মহল্লায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার থেকে প্রধানমন্ত্রী নগরীর উপকণ্ঠে খাদিমনগরে যাবেন এবং সেখানে হজরত শাহ্পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। এর পর বিকেলে বিমানে করে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।
বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই কর্মসূচি বাতিল করেন।
নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন