এসপির স্ত্রী হত্যা
সিসিটিভির যুবক কি রবিন, জানে না পুলিশ..!

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় ১৫ দিনেও তদন্তের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার রবিন আদৌ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন কিনা, আসামির সাত দিনের রিমান্ড শেষে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগীয় অতিরিক্ত কমিশনার দেবব্রত ভট্টাচার্য জনিয়েছেন, রবিন ভিন্ন ধাঁচের অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এর আগেও ছিনতাইয়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশ মূলত সবক’টি দৃষ্টিকোণ থেকেই এ হত্যাকাণ্ড খতিয়ে দেখতে চাইছে।
এদিকে, রবিনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ এ ব্যাপারেও নিশ্চিত নয় যে সিসিটিভি ফুটেজে যাকে হত্যাকাণ্ডের স্থলে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে তিনি আর গ্রেফতার হওয়া শাহ জামান রবিন একই ব্যক্তি কিনা। হত্যাকারীদের একজন সন্দেহে রবিনকে ১১ জুন চট্টগ্রাম নগরীর বায়েজিদ অঞ্চলের শীতল ঝর্ণা নামে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেবব্রত আরও জানান, রবিনের রিমান্ডের সময়সীমা শেষ হওয়ার পর এবার আবু নসর গুন্নু নামে হাটহাজারীর স্থানীয় এক কবরস্থানের রক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে আবু নসরকে চট্টগ্রামের হাটহাজারী থেকে মিতু হত্যাকাণ্ডের দুই দিন পর গ্রেফতার করে পুলিশ।
এদিকে, নৃশংসভাবে খুন হওয়ার সময় মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনটির কোনও খোঁজ করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, হত্যাকারীরা মোবাইল ফোনটি ঘটনাস্থল ছাড়ার আগেই সরিয়ে নিয়েছে।
উল্লেখ্য, ৫ জুন ভোরে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় সন্তানকে স্কুল বাসে তুলে দিতে এসে দুর্বৃত্তদের হাতে সন্তানের সামনেই খুন হন আলোচিত সৎ পুলিশ অফিসার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন