সিসিটিভি ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে

শাহবাগে অজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে যারা খুন করেছে তাদের সবার ছবি মার্কেটের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে ধরা পড়েছে।
জাগৃতির কার্যালয়ে প্রবেশ থেকে শুরু করে তাদের বের হওয়া এবং বাইরে থেকে তালা দেওয়ার পুরো বিষয়টিই ফুটেজে পরিষ্কার বলে জানিয়েছেন মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোরসালিন। তবে এখনও পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজের বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়নি।
তিনি বলেন, এ ফুটেজ তদন্তের স্বার্থে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হবে। ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা যাবে বলে জানান তিনি।
মোরসালিন বলেন, ”সাতটি ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলে এই ফুটেজ তাদের কাজে আসবে। যারা ওই স্টলে প্রবেশ করছে ও বের হচ্ছে তাদের সবার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে।”
আজিজ সুপার মার্কেটের এক ব্যবসায়ী জানান, পুরো মার্কেটটি ক্লোজড সার্কিট ক্যামেরায় মনিটরিং করা হয়। পুরো মার্কেটের প্রতিটি দোকানে প্রবেশ থেকে শুরু করে মার্কেটের বাইরে রাস্তার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে। ফলে এই মার্কেটে অপকর্ম করে সিসিটিভি এড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই ঘটনায়ও ফুটেজে সবার পরিষ্কার ছবি পাওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন