সীতাকুণ্ডে বিস্ফোরণ: ক্ষতিপূরণ বাড়িয়েছে মালিকপক্ষ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানায় বিস্ফোরণে নিহত সাতজনের পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধিতে সম্মত হয়েছেন সীমা অক্সিজেন প্ল্যান্টের মালিকরা।
জেলা প্রশাসনের মধ্যস্থতায় শুক্রবার (১০ মার্চ) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল জানান, মালিকপক্ষ প্রাথমিকভাবে নিহতদের ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা নির্ধারণ করেছিল।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে এক বৈঠকে মালিকদের বলা হয়, বিএম কন্টেইনার ডিপোর ক্ষেত্রে প্রত্যেক মৃতের জন্য তাদের অবশ্যই ১০ লাখ টাকা দিতে হবে।
শরীরের অঙ্গ হারানো ব্যক্তিদের জন্য কর্তৃপক্ষ ৫ লাখ টাকা এবং আহতদের জন্য ২ লাখ টাকা নির্ধারণ করেছে।
মালিকপক্ষ প্রস্তাবে রাজি হয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের কাছে একটি চেক হস্তান্তর করেন।
মালিকরা এর আগে শ্রম আইন অনুযায়ী প্রত্যেক মৃতের জন্য ২ লাখ টাকা করে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন