সীমান্তে দালালসহ আটক ৫
মোযযাম্মিল মাছুমী, হবিগঞ্জ : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর সীমান্তের ১৯৯৩ মেইন পিলার এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান শামছুল ইসলাম কামালের জিম্মায় মুছলেকার মাধ্যমে ৪ জনকে ছেড়ে দেয়া হলেও দালালকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বুধবার বিকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শ্রী মহিন্দ্র সরকার (৬০), তার স্ত্রী স্বরসতি দেবী (৫০), মেয়ে সঙ্গিতা সরকার (১৩) ও রূপন সরকার (৮) ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের তারা মিয়ার ছেলে দালাল মনিরের মাধ্যমে অবৈধভাবে ভারত থেকে ওই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবি টহলদল তাদের আটক করে। পরে ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের জিম্মায় মহিন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যদের ছেড়ে দেয়া হয় এবং দালাল মনির হোসেনকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোশারফ হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় একটা মামলা দায়ের করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন